ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করলেন নববধূ

২০২৩ আগস্ট ৩০ ১০:৫৫:১৭
স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করলেন নববধূ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় এক নববধূ তার স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা করেছেন। ঘটনার পর ওই নববধূকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকারও করেছেন ওই নববধূ।

সোমবার দিবাগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নববধূর নাম শাপলা খাতুন। নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৩১)। তিনি নির্মাণশ্রমিক ছিলেন। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয় রাজ্জাকের। গত শুক্রবার পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনকে (১৮) বিয়ে করেন। শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা। সকালে পরিবারের সদস্যরা হত্যার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে।

তিনি জানান, শাপলা একেকবার একেক রকমের কথা বলছেন। তিনি কখনও বলছেন, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলতেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে বালিশচাপা দিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, এই একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে যায়।

শেয়ারনিউজ, ৩০ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে