ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

এনভয় টেক্সটাইলের দুই পরিচালক হারাল মুর্শেদী পরিবার

২০২৩ আগস্ট ২৫ ২৩:৩৫:২৩
এনভয় টেক্সটাইলের দুই পরিচালক হারাল মুর্শেদী পরিবার

নিজস্ব প্রতিবেদক : দুই ব্যবসায়িক অংশীদারের মধ্যে আধিপত্যের লড়াইয়ের জেরে আবদুস সালাম মুর্শেদী পরিবার এনভয় টেক্সটাইল বোর্ডের দুটি পরিচালক পদ হারিয়েছে।

বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বেশিরভাগ ভোট পড়ে শেয়ারহোল্ডার-পরিচালক মুর্শেদীর স্ত্রী শারমিন সালাম ও তার ছেলে ইশমাম সালামের বিপক্ষে।

একই সময়ে, শেয়ারহোল্ডাররা শূন্য পদ পূরণ করে ইনোভাইটেক এভিয়েশনের প্রতিনিধি এসকে বশির আহমেদ এবং শেলটেক সিরামিকের মঈন উদ্দিনকে বোর্ডে নির্বাচিত করেন।

একই ভোটে কুতুবউদ্দিন আহমেদের স্ত্রী রাশিদা আহমেদ বোর্ডের পরিচালক পুনর্নির্বাচিত হন।

কোম্পানির কর্মকর্তাদের মতে, হাইকোর্টের স্থগিতাদেশের কারণে এজিএম অবশ্য ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ নিশ্চিত করতে পারেনি।

তানভীর আহমেদ এবং ব্যারিস্টার শেহরিন সালাম যথাক্রমে এনভয় টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।

শেয়ারনিউজ, ২৫ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে