ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ আগস্ট ১৮ ১০:৫৪:২১
সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শেয়ারবাজার বন্ধ ছিল। এই কারণে বিদায়ী সপ্তাহে (১৩-১৭ আগস্ট) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২৭টির দর বেড়েছে, ১৩৫টির দর কমেছে, ২২৯টির দর অপরিবর্তিত ছিল এবং ১২টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ইমাম বাটনের উদ্বোধনী দর ছিল ১৩০ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৮ টাকা ৪০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২১ টাকা ৭০ পয়সা বা ১৬.৬৮ শতাংশ। এর মাধ্যমে ইমাম বাটন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষে স্থান নিয়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের দর কমেছে ১৪.৭২ শতাংশ, সী পার্ল রিসোর্টের ১৩.৫৫ শতাংশ, লিগ্যাছি ফুটওয়ারের ১৩.০৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ১২.৬১ শতাংশ, খান ব্রাদার্সের ১১.০৭ শতাংশ, এমারেল্ড ওয়েলের ১০.৩৭ শতাংশ, চার্টার্ড লাইফের ১০.০৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৯৪ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৯.৭০ শতাংশ।

শেয়ারনিউজ, ১৮ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে