ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আইফেল টাওয়ারের নিষিদ্ধ জায়গায় রাত কাটালেন দুই মাতাল

২০২৩ আগস্ট ১৬ ১৯:১৩:৫৭
আইফেল টাওয়ারের নিষিদ্ধ জায়গায় রাত কাটালেন দুই মাতাল

আন্তর্জাতিক ডেস্ক : এক অবাক করা কান্ড ঘটেছে ফ্রান্সের আইকনিক নিদর্শন আইফেল টাওয়ারে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও টাওয়ারের নিষিদ্ধ জায়গা ঢুকে পড়েছেন দুই মাতাল। এমনকি সেখানে নাক ডেকে ঘুমিয়েছেন সারারাত। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ওই দুই ব্যক্তি আমেরিকান নাগরিক। নিরাপত্তারক্ষীরা সোমবার (১৪ আগস্ট) সকালে তাদের উদ্ধার করেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই দুই মাতাল রোববার (১৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে টিকিট নিয়ে প্রবেশ করেন। এরপর তারা সিড়ি দিয়ে নামার সময় নিরাপত্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়েন। তাদের দুই ও তিন তলার মাঝের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই।

প্যারিসের কৌঁশুলি জানিয়েছেন, তারা জায়গাটিতে মাতাল অবস্থায় আটকে গিয়েছিলেন। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল এগিয়ে আসে। তাদের উদ্ধারের জন্য আইফেল টাওয়ারের সাধারণ সময়ের চেয়ে দেরিতে সেদিন খোলা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জন্য এটি কোনো ধরনের হুমকি সৃষ্টি করেনি। তাদের প্যারিস পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে মামলা করবে টাওয়ার কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ১৬ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে