ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা নিয়ম

২০২৬ জানুয়ারি ৩১ ১০:১১:২৮
বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা নিয়ম

নিজস্ব প্রতিবেদক : জাপান ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের জন্য এসেছে দারুণ একটি সুখবর। উন্নত জীবনযাত্রা, আধুনিক প্রযুক্তি ও শৃঙ্খলাপূর্ণ সমাজব্যবস্থার কারণে জাপানকে অনেকেই স্বপ্নের দেশ হিসেবে দেখেন। তবে জাপান ভিসার জটিলতা ও খরচের কারণে অনেকেই আবেদন করতে সাহস পান না। সেই বাধা দূর করতেই জাপান ভিসা আবেদনের নিয়মে এসেছে নতুন ও সহজ পদ্ধতি।

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য জাপান ভিসা ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। অর্থাৎ ভিসা প্রসেসিংয়ের জন্য কোনো এম্বাসি ফি দিতে হবে না। আবেদনকারীদের শুধু VFS Global-এর সার্ভিস চার্জ হিসেবে ১,৯০০ টাকা পরিশোধ করতে হবে।

এই নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো—আবেদনকারীদের কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না। সম্পূর্ণভাবে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতেই ভিসা ইস্যু করা হবে। ফলে সময়, ভোগান্তি ও মানসিক চাপ অনেকটাই কমে যাবে।

গত ৩ নভেম্বর ২০২৪ থেকে VFS Global জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন গ্রহণ করছে। এখন থেকে জাপান দূতাবাস সরাসরি কোনো ভিসা আবেদন নেবে না। সকল আবেদনকারীকে নির্ধারিত VFS সেন্টারের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।

জাপান ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের কিছু নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, বৈধ পাসপোর্ট ও ফটোকপি, পুরনো পাসপোর্ট (যদি থাকে), ৩৫×৪৫ মিমি সাইজের দুই কপি ছবি, এয়ারলাইন্স ও হোটেল বুকিং কপি। এছাড়া আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে শেষ তিন বছরের ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ও গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। সঙ্গে থাকতে হবে ভ্রমণ সূচি, এনওসি (NOC) এবং একটি কাভার লেটার।

যদি আবেদনকারীর জাপানে অবস্থানরত কোনো গ্যারান্টার থাকে, তাহলে কিছু অতিরিক্ত কাগজপত্র লাগবে। এর মধ্যে রয়েছে গ্যারান্টারের ইনভাইটেশন লেটার, আবেদনকারীর সঙ্গে গ্যারান্টারের সম্পর্কের প্রমাণপত্র এবং শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট (ব্যক্তিগত বা কোম্পানির)। যদি ভ্রমণের খরচ গ্যারান্টার বহন করেন, তাহলে অবশ্যই একটি গ্যারান্টি লেটার জমা দিতে হবে।

ভিসা ফি ছাড়, ইন্টারভিউয়ের ঝামেলা না থাকা এবং সহজ ডকুমেন্ট প্রসেস—সব মিলিয়ে এটি বাংলাদেশিদের জন্য জাপান ভ্রমণের একটি বিরল সুযোগ। যারা ট্যুরিজম, পারিবারিক ভিজিট বা স্বল্পমেয়াদি সফরের জন্য জাপান যেতে চান, তাদের জন্য এটি আদর্শ সময়।

তাই দেরি না করে আজই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন এবং জাপান ভিসার জন্য আবেদন করুন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে