ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

ট্রাম্পের আল্টিমেটামের আড়ালে বড় শূন্যতা—ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব

২০২৬ জানুয়ারি ২৯ ১৮:৫৯:৫৮
ট্রাম্পের আল্টিমেটামের আড়ালে বড় শূন্যতা—ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক : ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির মধ্যেই দেশটির শাসনব্যবস্থা পরিবর্তন হলে নেতৃত্ব কে নেবে—সে বিষয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন সিনেট কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়লে এরপর কী ঘটবে, তা কেউই স্পষ্টভাবে বলতে পারে না। তিনি স্বীকার করেন, ইরানের পরিস্থিতি অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি জটিল।

ভেনেজুয়েলার উদাহরণ টেনে মার্কো রুবিও বলেন, সেখানে শাসন পরিবর্তনের বিষয়টি তুলনামূলকভাবে সহজ ছিল। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তার ভাষায়, “এটি এমন কোনো খাবার নয়, যেটি ওভেনে গরম করে খেয়ে নেওয়া যায়।”

রুবিও বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বা বর্তমান শাসনব্যবস্থা পতনের পর কী ধরনের রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে—সে বিষয়ে কোনো সহজ বা নিশ্চিত উত্তর কারও কাছে নেই।

এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছেন। দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।

চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ও সহযোগী যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে সম্ভাব্য সামরিক অভিযানের সক্ষমতা আরও জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা দ্রুততার সঙ্গে তার মিশন সম্পন্ন করতে সক্ষম।

তবে যুক্তরাষ্ট্রের এই আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মার্কিন হুমকিতে তেহরান মাথা নত করবে না এবং ইরানি বাহিনী যেকোনো সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে তিনি জানান, হুমকি বা চাপ ছাড়া সংলাপ ও ন্যায্য চুক্তির মাধ্যমে আলোচনায় বসতে ইরানের আপত্তি নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে