ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

২০২৬ জানুয়ারি ২৮ ২৩:৫৩:৩৮
আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাবেক সমর্থকদের নিরাপত্তা এবং হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বুধবার মোলানী বাজার এলাকায় আয়োজিত সভায় তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তাঁর যে সমর্থকরা দেশে রয়ে গেছেন, বিএনপি তাঁদের পাশে দাঁড়াবে। তিনি স্পষ্ট করেন যে,

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে এবং কোনো সাধারণ মানুষকে হেনস্তা হতে দেবে না। তবে যারা অতীতে অন্যায় বা অপরাধ করেছেন, তাঁদের অবশ্যই আইনের আওতায় এসে শাস্তির মুখোমুখি হতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার প্রকৃত সুযোগ পেতে যাচ্ছে। তিনি অভিযোগ করেন যে, বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকার ও প্রশাসনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, ২০০১ সালের চারদলীয় জোট সরকারে জামায়াতের দুজন মন্ত্রী ছিলেন। এখন তারা যদি সেই সরকারের দুর্নীতির কথা বলে, তবে সেই দায় তাদের ওপরও বর্তায়। তিনি প্রশ্ন তোলেন, সেই সরকারে থেকে জামায়াত নেতারা কি ‘ধর্মপুত্র যুধিষ্ঠির’ ছিলেন? তিনি দাবি করেন, বিএনপি কোনো দুর্নীতি করেনি বরং দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তিনি নিজের পৈতৃক সম্পত্তির অর্ধেক বিক্রি করেছেন, তবুও কারো কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নেননি। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। বর্তমান অর্থবছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি নির্বাচিত সরকার গঠন হলে বাজার পরিস্থিতি ও জনজীবনে স্বস্তি ফিরবে। সুষ্ঠু বিনিয়োগ পরিবেশ নিশ্চিত হলে বাজারে ক্যাশ প্রবাহ বাড়বে এবং শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মনে করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে