ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৬ ১৬:৪৪:৫৩
ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ২৭টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে।

কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, ইনফরমেশন সার্ভিসেস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, একমি পেস্টিসাইডস, সায়হাম কটন, এডভেন্ট ফার্মা, শার্প ইন্ডাস্ট্রিজ, কপারটেক, কহিনুর কেমিক্যাল, ফার্মা এইডস, এমজেএল বিডি, মুন্নু ফেব্রিক্স, এমএল ডাইং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সিলকো ফার্মা, দুলামিয়া কটন, সালভো কেমিক্যাল, সায়হাম টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, ফার কেমিক্যাল, জিকিউ বলপেন, বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস), সোনালী আঁশ, গোল্ডেন সন, মনোস্পুল বিডি এবং মাগুরা মাল্টিপ্লেকস। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ—

২৮ জানুয়ারি, ২০২৬ (বুধববার):

আজিজ পাইপস— বিকেল ৩:০০ টায়

ইনফরমেশন সার্ভিসেস— বিকেল ৩:০০ টায়

তসরিফা ইন্ডাস্ট্রিজ— বিকেল ৩:৩০ টায়

ফরচুন সুজ— বিকেল ৪:০০ টায়

২৯ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার):

একমি পেস্টিসাইডস— দুপুর ২:৪৫ টায়

সায়হাম কটন— বিকেল ৩:০০ টায়

এডভেন্ট ফার্মা— বিকেল ৩:০০ টায়

শার্প ইন্ডাস্ট্রিজ— বিকেল ৩:০০ টায়

কপারটেক— বিকেল ৩:০০ টায়

কহিনুর কেমিক্যাল— বিকেল ৩:০০ টায়

ফার্মা এইডস— বিকেল ৩:০০ টায়

এমজেএল বিডি— বিকেল ৩:০০ টায়

মুন্নু ফেব্রিক্স— বিকেল ৩:৩০ টায়

এমএল ডাইং— বিকেল ৩:৩০ টায়

ইউনাইটেড পাওয়ার জেনারেশন— বিকেল ৩:৩০ টায়

সিলকো ফার্মা— বিকেল ৩:৩০ টায়

দুলামিয়া কটন— বিকেল ৩:৩০ টায়

সালভো কেমিক্যাল— বিকেল ৪:০০ টায়

সায়হাম টেক্সটাইল— বিকেল ৪:০০ টায়

দেশবন্ধু পলিমার— বিকেল ৪:০০ টায়

ফার কেমিক্যাল— বিকেল ৪:০০ টায়

জিকিউ বলপেন— বিকেল ৪:০০ টায়

বিডি বিল্ডিং সিস্টেমস (বিবিএস)— বিকেল ৪:০০ টায়

সোনালী আঁশ— বিকেল ৪:৩০ টায়

৩১ জানুয়ারি (শনিবার)

গোল্ডেন সন— দুপুর ১২:০০ টায়

মনোস্পুল বিডি— বিকেল ৩:০০ টায়

মাগুরা মাল্টিপ্লেকস— বিকেল ৪:০০ টায়

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে