ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

নেত্রকোনা-৪ আসনে বাবর দম্পতির মনোনয়ন বহাল

২০২৬ জানুয়ারি ০৪ ০৮:৪৫:৩৩
নেত্রকোনা-৪ আসনে বাবর দম্পতির মনোনয়ন বহাল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসন (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক মো. সাইফুর রহমান যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

এ ছাড়া একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আল হেলাল তালুকদার এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মুখলেছুর রহমানের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদারের মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, “লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একজন নেতা। হাওরাঞ্চলের এই জনপ্রিয় নেতাকে দল মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে