ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

আজ শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

২০২৬ জানুয়ারি ০৩ ১১:০৭:২৯
আজ শুরু ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক : দেশের সর্ববৃহৎ বাণিজ্য আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)–২০২৬ আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, এবারের মেলায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ক্রেতা ও দর্শনার্থীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মেলায় যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ব্যবস্থা।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, যা উদ্যোক্তাদের জন্য প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে।

তিনি বলেন,“দর্শনার্থীরা অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশের সুবিধাও থাকছে।”

মেলায় দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু থাকছে। পাশাপাশি স্বল্প ভাড়ায় ‘পাঠাও’ কনসেশনাল রাইড সার্ভিস যুক্ত করা হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পূর্বাচলে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য সচিব।

উল্লেখ্য, ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

মাসব্যাপী এই বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে