ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

এবার প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলেন মির্জা ফখরুল

২০২৫ নভেম্বর ২৮ ১৮:৩২:৫২
এবার প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ভোটাধিকার আরও নিশ্চিত করতে বিশ্বের সব দেশের জন্য পোস্টাল ভোটার নিবন্ধন সময়সীমা ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মির্জা ফখরুল লেখেন, “প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি যাদের জাতীয় পরিচয়পত্র (NID) রয়েছে, তারা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আপনার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনো পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেননি, তারা অবশ্যই ১৮ ডিসেম্বরের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।”

ইসি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ নিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নির্ধারিত সময় শেষে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে।

২৫ নভেম্বর সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়—

১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বাংলাদেশিদের জন্য নিবন্ধন শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল।

২৪ নভেম্বর (রাত ১২টা) থেকে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয় এবং সেটিও ২৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

তবে পরে সব দেশের প্রবাসীদের জন্য একযোগে নিবন্ধন সময় বাড়িয়ে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, যেসব দেশে বর্তমানে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।

২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টা পর্যন্ত এসব দেশ থেকে মোট ৩০ হাজার ২৭৯ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে