ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

৩৩ বছর পর জীবিত ফিরে এলেন মোবারক!

২০২৫ নভেম্বর ১৮ ০৯:১৩:৪২
৩৩ বছর পর জীবিত ফিরে এলেন মোবারক!

নিজস্ব প্রতিবেদক : ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে ঘটেছে অবাক করা এক ঘটনা। থানার ওসির সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৩৩ বছর ধরে নিখোঁজ থাকা মোবারক হোসেন অবশেষে ফিরে এসেছেন। দীর্ঘ তিন দশক পর ফিরে আসায় তার পরিবারে নেমেছে আনন্দ ও কান্নার বন্যা।

৮৫ বছর বয়সী মোবারক হোসেন পরশুরামের কলেজ রোড এলাকার বাসিন্দা। তার দুটি সংসার—প্রথম স্ত্রীর ৫ ছেলে ও ২ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ১৯৯২ সালে একদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। দীর্ঘ খোঁজাখুঁজি ব্যর্থ হওয়ায় পরে পরিবার পরশুরাম পৌরসভা থেকে তার মৃত্যুসনদ সংগ্রহ করে।

মোবারকের বড় ছেলে জামাল উদ্দিন জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাজবাড়ী এলাকায় এক এনজিও কর্মীর মাধ্যমে বাবার সন্ধান পান তারা। ওই কর্মী আগে পরশুরামে থাকতেন এবং মোবারকের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতেন।

মোবারকের বড় মেয়ে মঞ্জু আক্তার বলেন, ‘বাবা নিখোঁজ হওয়ার দিনে বলেছিলেন ওসি বাহার ভাই বদলি হয়ে গেছেন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরপর আর কোনো খোঁজ পাইনি। এত বছর পর বাবাকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত।’

জামাল উদ্দিন আরও বলেন, ‘আমরা ধারণাই করেছিলাম বাবা আর নেই। আল্লাহর রহমতে তাকে ফিরে পেয়েছি। তার শারীরিক অবস্থা খুব ভালো নয়, চিকিৎসা চলছে।’

প্রতিবেশী কবির আহাম্মদ জানান, মোবারকের দুই সংসারের কারণে প্রায়ই পারিবারিক বিরোধ লেগে থাকত। একদিন তিনি ওসির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বেরিয়ে যান এবং এরপর আর ফেরা হয়নি। দীর্ঘ ৩৩ বছর পর তাকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক এনাম বলেন, দায়িত্বে থাকা অবস্থায় পরিবারের সদস্যরা তাকে জানিয়েছিলেন মোবারক মারা গেছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে