ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ঠিকাদারি প্রতিষ্ঠানের ৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ নভেম্বর ১৩ ১৩:৫৪:২৪
ঠিকাদারি প্রতিষ্ঠানের ৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি’র পাঁচ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে কাজ করিয়ে পাওনা পরিশোধ না করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: কিউংজু কাং, ইয়ংকওয়ান চোই, জুয়োক ইয়াং, হিসোক কিম ও সায়েম চৌধুরী।

এর আগে, জামিন নিয়ে পলাতক থাকায় কিউংজু কাং, ইয়ংকওয়ান চোই ও জুয়োক ইয়াংর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পলাতক রয়েছেন হিসোক কিম ও সায়েম চৌধুরী।

গত বছর দায়ের করা মামলায় চলতি বছরের ১১ আগস্ট আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলাটি করেছেন প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী।

জুবায়ের আখতার চৌধুরী জানিয়েছেন, “আজ তাদের আদালতে হাজির হওয়ার দিন ছিল। কিন্তু তারা হাজির হননি। আদালত তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।”

পিবিআইয়ের এসআই সৌরভ দে সরকার বলেন, “এই মামলায় পরোয়ানাভুক্ত দক্ষিণ কোরিয়ার তিন কর্মকর্তা এখনও জামিন নেননি। আমরা গ্রেফতারের জন্য তাদের খুঁজছি। তারা আত্মগোপনে রয়েছেন।”

মামলার নথি অনুযায়ী, এডিসি সাব-কন্ট্রাক্টে কাজ করিয়েও চুক্তিমতো অর্থ পরিশোধ করেনি। প্লিয়াডিসের দাবি অনুযায়ী, সম্পাদিত কাজের বিপরীতে এডিসি’র কাছে পাওনা ৯০ কোটি টাকা রয়েছে। জুবায়ের আখতার আরও বলেন, “চুক্তি অনুযায়ী কাজ করানো হলেও বকেয়া টাকা দেওয়া হয়নি। এছাড়া অতিরিক্ত কাজ করানো হয়েছে যা বকেয়ার মধ্যে অন্তর্ভুক্ত।”

তিনি আরও জানিয়েছেন, বকেয়া বিল আদায়ের জন্য সিএমএম কোর্টে দুটি মামলা করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে