ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

উপজেলা পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত

২০২৫ নভেম্বর ১১ ১৯:২৭:০৯
উপজেলা পর্যায়ের ২১ কর্মকর্তাকে বদলির আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টে দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের ২১ জন নির্বাচন কর্মকর্তার বদলি আদেশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ নভেম্বর) জারি করা একাধিক প্রজ্ঞাপনে সিনিয়র জেলা নির্বাচন অফিসের ২১ কর্মকর্তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে এবং উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়।

এই বদলি আদেশ “জনস্বার্থে অবিলম্বে কার্যকর” হবে বলে উল্লেখ করা হয়েছিল।তবে পরদিন সোমবার (১০ নভেম্বর) হাইকোর্টের রিট ও আপিল বিভাগের স্ট্যাটাস কুই অর্ডারের কারণে কমিশন সেই বদলি আদেশ স্থগিত করে নতুন প্রজ্ঞাপন জারি করে।

ইসি জানায়—“আপিল বিভাগের ৬ অক্টোবরের আদেশে হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায়ের বিষয়ে স্ট্যাটাস কিউ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের ৮ নভেম্বরের বদলি/পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা হলো।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

এর আগে নির্বাচন কমিশন শতাধিক কর্মকর্তাকে বদলি করেছিল।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ প্রশাসনের পদায়ন প্রক্রিয়া চলছে।

ইসি সূত্রে জানা গেছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের লক্ষ্যে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে