ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
Sharenews24

‘গোপন সুড়ঙ্গ’ থেকে যুবলীগ নেতা গ্রেফতার

২০২৫ নভেম্বর ১১ ১৬:৪৯:০৬
‘গোপন সুড়ঙ্গ’ থেকে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নিজ বাড়ির নিচে তৈরি করা গোপন সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ফজরের নামাজের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান।

ওসি লুৎফর রহমান বলেন,“খোকনকে গ্রেফতারে আমরা বেশ কিছুদিন নজরদারিতে রেখেছিলাম। আজ সকালে খবর পাই, সে বাড়িতে ফিরেছে। অভিযান চালিয়ে পুরো ঘর তল্লাশি করেও পাওয়া যাচ্ছিল না। পরে লক্ষ্য করি, ঘরের কিছু টাইলস আলগা—সেগুলো সরাতেই দেখা যায় মাটির নিচে একটি সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গেই লুকিয়ে ছিল খোকন।”

পুলিশ জানায়, সুড়ঙ্গটি বাড়ির শোবার ঘর থেকে শুরু হয়ে পেছনের বাগান পর্যন্ত প্রসারিত ছিল। এতে বাতাস চলাচলের পাইপ ও একটি ছোট বৈদ্যুতিক সংযোগ ছিল।

গ্রেফতার শওকত হোসেন খোকন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে।তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তিনি। আত্মগোপনে থেকেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী পোস্ট দিতেন ও লাইভ করতেন।

ওসি লুৎফর রহমান বলেন,“গত বছরের ঘটনাগুলোর পর থেকেই সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে সফল অভিযান চালানো হয়।”

খোকনকে গ্রেফতারের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিজ বাড়ির নিচে তৈরি বিশেষ সুড়ঙ্গে আত্মগোপনে থাকা অবস্থায় চট্টগ্রামের যুবলীগ নেতা শওকত হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে