ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
Sharenews24

ইউনূসকে সতর্ক করলেন রাজনাথ সিং

২০২৫ নভেম্বর ০৮ ১০:৩০:২২
ইউনূসকে সতর্ক করলেন রাজনাথ সিং

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়াতে চায় না ভারত। পাশাপাশি তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বক্তব্যের শব্দ চয়ন নিয়ে “সতর্ক থাকার” পরামর্শ দিয়েছেন।

গতকাল (শুক্রবার) ভারতের সংবাদমাধ্যম নেটওয়ার্ক–১৮ গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত–বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা।

রাজনাথ সিং বলেন,“আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে ইউনূসের (বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা) উচিত নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।”

তিনি আরও বলেন,“ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তবে আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর থেকেই তাঁর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে। সাম্প্রতিক কিছু ঘটনায় সেই সম্পর্ক আরও তিক্ত হওয়ার ইঙ্গিত মিলেছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। উভয় দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ।

তুর্কি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এমপি মেহমেত আকিফ ইলমাজ। বৈঠক শেষে প্রতিনিধিদের প্রত্যেককে ড. ইউনূস উপহার দেন ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামে একটি বই, যা ২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলন এবং সেই সময়ের ছবি ও গ্রাফিতির সংকলন।

তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ–১৮ দাবি করেছে, বইটিতে ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।

নিউজ–১৮ আরও অভিযোগ করেছে, সংকলনটিতে আসাম দখল–সংক্রান্ত যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধ–পরবর্তী প্রশাসনিক কাঠামোর কথাও বর্ণনা করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে