ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা জানা গেল

২০২৫ নভেম্বর ০৬ ১৮:৩৭:২৩
ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফর নির্বাচনের আগে সম্ভব হচ্ছে না। রাজধানীর এক সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানান।

সংস্থাটি জানায়, নির্বাচনের আগে সরকার থেকে অনুমতি না মেলায় জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তবে নির্বাচনের পর তার সফরের অনুমতি দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

গত ৩১ জুলাই ডা. নায়েক লিখিত সম্মতি প্রদান করেছিলেন। এরপর আয়োজকরা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং ও প্রোডাকশনসহ কোটি কোটি টাকা ব্যয় করে প্রস্তুতি শেষ করেছিলেন। কিন্তু ৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের আগে জনসমাগম নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী প্রেরণ সম্ভব না হওয়ায় সফর স্থগিত থাকবে।

সংবাদ সম্মেলনে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের পর সরকারের অনুমতি পেলে ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের নতুন তারিখ ঘোষণা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে