ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

এনসিপি নির্বাচন প্রক্রিয়া প্রকাশ্যে – ফরম সংগ্রহের তিনটি সহজ মাধ্যম!

২০২৫ নভেম্বর ০৬ ১৮:৩১:১৫
এনসিপি নির্বাচন প্রক্রিয়া প্রকাশ্যে – ফরম সংগ্রহের তিনটি সহজ মাধ্যম!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছে। ফরমের দাম সাধারণ প্রার্থীদের জন্য ১০ হাজার টাকা, তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির উদ্বোধন করেন।

মনোনয়ন ফরম বিক্রির সময়সূচি

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম ১৩ নভেম্বর পর্যন্ত বিক্রি হবে। এরপর ১৫ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

ফরম সংগ্রহের মাধ্যম

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, আগ্রহী প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন:

সরাসরি কেন্দ্রীয় কার্যালয় থেকে।

অনলাইনে ফরম পূরণ ও জমা দেওয়ার মাধ্যমে।

দলীয় মুখ্য সংগঠক বা সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।

প্রার্থীদের প্রতি আহ্বান

দলীয় নেতারা সকল পর্যায়ের নেতা ও আগ্রহী প্রার্থীদের আহ্বান জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে। এনসিপি লক্ষ্য করছে, দেশের প্রতিটি অঞ্চলে যোগ্য ও জনগণের প্রতিনিধি প্রার্থী নির্বাচিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে