ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

আমি আর রাজনীতি করব না: নাহিদ ইসলাম

২০২৫ নভেম্বর ০৬ ১৭:১৬:৩৯
আমি আর রাজনীতি করব না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন,“আমরা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই রাজনীতিতে নেমেছি। আমাদের লক্ষ্য দেশের মানুষকে ক্ষমতায়িত করা এবং একটি সুশাসিত রাষ্ট্রব্যবস্থা গঠন করা। তাই আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি। এই সময়ের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, আমি আর রাজনীতি করব না।”

রাজনীতির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন,“আমরা শুরু থেকেই সামষ্টিক রাজনীতিতে বিশ্বাসী। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করি না। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা নয়, জনগণের মুক্তি।”

নাহিদ ইসলাম জানান, এনসিপি স্বল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।তার ভাষায়,“একটি রাজনৈতিক দল যেখানে পৌঁছাতে ১০–১৫ বছর সময় নেয়, আমরা সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছি। গণভ্যুত্থান আমাদের অন্তত ১০ বছর এগিয়ে দিয়েছে।”

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। দলটির দাবি, কয়েক মাসের মধ্যেই সংগঠনটি সারাদেশে কাঠামোগতভাবে বিস্তার লাভ করেছে।

নাহিদ ইসলাম বলেন,“জনগণ আমাদের বিশ্বাস করছে, আমাদের দায়িত্ব দিয়েছে। এখন সেই আস্থা প্রমাণ করা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে