ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
Sharenews24

দুই দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

২০২৫ নভেম্বর ০৬ ০৮:৩৪:৫৯
দুই দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর-লেস্তে (টিমোর-লেস্টে) ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন থেকে তিমুর-লেস্তে ভ্রমণ করতে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষর করছে।

এখন পর্যন্ত বাংলাদেশ মোট ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টি দেশ।

এ চুক্তি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের আরও গভীরীকরণ এবং বিদেশে বাংলাদেশের নীতি ও অবস্থানকে আরও সুসংহত করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে