ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
Sharenews24

বিলুপ্ত হলো ফার্স্ট সিকিউরিটি-এক্সিমসহ ৫ ব্যাংকের বোর্ড 

২০২৫ নভেম্বর ০৫ ১৫:২৬:৫৪
বিলুপ্ত হলো ফার্স্ট সিকিউরিটি-এক্সিমসহ ৫ ব্যাংকের বোর্ড 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক একীভূত প্রক্রিয়ায় থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি বেসরকারি শরিয়াহভিত্তিক ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে। বুধবার (০৫ নভেম্বর) এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই পাঁচ ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক— একীভূত করার প্রস্তাব অনুমোদন করে।

এই একীভূতকরণের মাধ্যমে একটি নতুন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। এটি পেশাদারিভাবে এবং সম্পূর্ণ বাণিজ্যিক নীতিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে—১০ হাজার কোটি নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে তোলা হবে।সুকুক হলো শরিয়াহভিত্তিক বন্ড, যা সুদভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত বেইল-ইন প্রক্রিয়ায় শেয়ারে রূপান্তর করা হবে। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী এই শেয়ারগুলো ফেরত দেওয়া হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, একীভূত প্রক্রিয়ার ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তার আমানত হারাবেন না।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রমালিকানাধীন থাকবে। পরবর্তীতে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।

গত কয়েক বছরে ধারাবাহিক অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও তারল্য সংকটে পড়ে ব্যাংকগুলো ক্রমেই বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয়, যা দেশের ব্যাংকিং খাতের সংস্কার প্রক্রিয়ায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে