ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

এনসিপির দ্বন্দ্বে তাহসিনেশনের গান গেয়ে রিফাতের খোঁচা

২০২৫ অক্টোবর ৩১ ১০:২১:০০
এনসিপির দ্বন্দ্বে তাহসিনেশনের গান গেয়ে রিফাতের খোঁচা
এনসিপির দ্বন্দ্বে তাহসিনেশনের গান গেয়ে রিফাতের খোঁচা

নিজস্ব প্রতিবেদক: দলীয় প্রতীক নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দীর্ঘদিন ধরে দলটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। তবে ইসি জানায়, ‘শাপলা’ জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় এটি বরাদ্দ করা সম্ভব নয়।

তবে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন নতুন করে ‘শাপলা কলি’ নামের একটি প্রতীক তাদের তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করেছে।

ইসির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন,“আমরা ‘শাপলা কলি’ চাই না, আমরা চাই ‘শাপলা’। ইসি বলেছিল ‘শাপলা’ অন্তর্ভুক্ত করা যাবে না, কিন্তু এখন যখন ‘শাপলা কলি’ যুক্ত করা হলো, তাহলে ইচ্ছা করলেই ‘শাপলা’ও দেওয়া সম্ভব।”

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন,“‘শাপলা কলি’ প্রতীক যোগ করে ইসি আসলে আমাদের ‘বাচ্চা’ দল হিসেবে দেখাতে চাচ্ছে। সরকারি কাগজপত্র ব্যবহার করে আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে চাইছে, কিন্তু এই প্রজন্ম তা মেনে নেবে না।”

তিনি আরও দাবি করেন, “যদি ‘শাপলা কলি’ দেওয়া যায়, তাহলে ‘শাপলা’ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।”

ইসির সচিব আখতার আহমেদ বলেন,“কোনো রাজনৈতিক দলের দাবিতে নয়, কমিশনের নিজস্ব বিবেচনায়ই ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে। এতে নতুন কোনো বিতর্কের সুযোগ নেই। বরং এটি প্রমাণ করে যে, ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান।”

এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা। লেখক রিফাত রশিদ তাঁর ফেসবুক পোস্টে তাহসিনেশনের জনপ্রিয় গান “ফুল দিও কলি দিও, কাঁটা দিও না…” উদ্ধৃত করে লিখেছেন,“এনসিপিকে হয়তো ‘কলি’ দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো ‘ফুল’ পাওয়ার আশায়।”

এর আগে ইসি জানিয়েছিল, ‘শাপলা’ প্রতীকটি জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় তা কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ করা যাবে না। তবে ‘শাপলা কলি’ নতুনভাবে অন্তর্ভুক্ত করায় এনসিপি নেতারা যুক্তি দিচ্ছেন—যদি কলি যুক্ত করা সম্ভব হয়, তাহলে পূর্ণ শাপলাও প্রতীকের তালিকায় স্থান পেতে পারে।

দলটি জানিয়েছে, কাঙ্ক্ষিত প্রতীক না পেলে তারা বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে