ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

বিয়ে নিয়ে এক অভিনব প্রতারণার শিকার এক বিচারক

২০২৫ অক্টোবর ৩১ ০৮:৪৮:০০
বিয়ে নিয়ে এক অভিনব প্রতারণার শিকার এক বিচারক

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের লক্ষ্য করে বিয়ে, কিছুদিন পর যৌতুক ও ধর্ষণের মামলা এবং এর শিকার একজন বিচারক - এমন এক নারীর সন্ধান মিলেছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই নারীর বিরুদ্ধে সাতটি বিয়ের রেকর্ড পাওয়া গেছে।

ভুক্তভোগী বিচারকের তথ্য অনুযায়ী, বিয়ের মাত্র সাত দিনের মাথায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। জানা গেছে, এই নারী, যার নাম মদিনা মনসুর, পরপর সাতটি বিয়ে করেছেন এবং তার সকল স্বামীই সরকারি চাকুরিজীবী। মদিনা মনসুর ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৫, ২০২০, ২০২২ এবং সর্বশেষ ২০২৫ সালে বিয়ে করেছেন বলে তার মামলার আইনজীবীরা জানিয়েছেন।

বিচারকের আইনজীবীরা অভিযোগ করেছেন যে, মদিনা মনসুরের একটি নির্দিষ্ট ধরন রয়েছে। তিনি অপেক্ষাকৃত কম বয়সী এবং সরকারি চাকুরিজীবীদের টার্গেট করেন। তার উদ্দেশ্য হলো, চাকরি বাঁচানোর জন্য স্বামীরা যেন ২০-৩০-৪০ লাখ টাকা দিয়ে ধর্ষণ মামলা তুলে নিতে আপস করেন।

যদিও এতগুলো বিয়ে করা অপরাধ নয়, তবে মদিনা মনসুরের বিয়ে সংক্রান্ত মোট তিনটি মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মদিনা মনসুর বিচারকের সঙ্গে বিয়ের কথা স্বীকার করেছেন। বিচারকের আইনজীবী জানিয়েছেন যে, তাদের কাছে আপসকৃত মামলার সার্টিফাইড কপি এবং কাবিননামার মতো বিভিন্ন ধরনের প্রতারণার প্রমাণ রয়েছে। এসব প্রমাণ নিয়ে প্রতারণার মামলায় মদিনা মনসুরের সর্বোচ্চ সাত বছর (৪৫৫ ধারায়) এবং ৪১৭ ধারায় তিন বছরের সাজার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মামলার কারণে ওএসডি (Officer on Special Duty) থাকা বিচারক হাইকোর্টে এ ঘটনায় রিট করবেন বলে তার আইনজীবী জানিয়েছেন। অন্যদিকে, মদিনা মনসুরের আইনজীবী কাজ করতে গিয়ে নানা অসংলগ্ন কথাবার্তা ও প্রস্তাব পাওয়ায় এই মামলা ছেড়ে দিয়েছেন এবং বিষয়টি বিকান্দোলক (tribunal) কে ১২৬ ধারা অনুযায়ী অবহিত করেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে