ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

‘শাপলা কলি’ প্রতীকের রহস্য উন্মোচন করলেন ইসি সচিব

২০২৫ অক্টোবর ৩০ ১৮:২৮:৩৬
‘শাপলা কলি’ প্রতীকের রহস্য উন্মোচন করলেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকা সংশোধন করে এতে ‘শাপলা কলি’ যুক্ত করার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত ইসির প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ব্যাখ্যা দেন।

আখতার আহমেদ বলেন,“তফসিল সংশোধন করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে আপত্তি ছিল। শাপলা কলি রাখা যেতে পারে বলে মনে করেছে ইসি, এটি কোনো দলের চাহিদার প্রেক্ষিতে নয়। কমিশন কোন বিবেচনায় শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, সেটি ইসির এখতিয়ার।”

গত সেপ্টেম্বরের শেষ দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ১১৫টি প্রতীক চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই তালিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রাখা হয়, আর জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়।

এরপর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নতুন করে গেজেট প্রকাশ করে ইসি। এতে প্রতীকের তালিকায় যুক্ত করা হয় ‘শাপলা কলি’, যার ফলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়ায় ১১৯টি।

তবে ইসির এই সিদ্ধান্ত মেনে নেয়নি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,“ইসি ইচ্ছেমতো গেজেট সংশোধন করছে। এনসিপি শাপলা প্রতীকের প্রশ্নে আপোষহীন। শাপলা না দিলে আমরা নির্বাচন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করব।”

এদিকে ইসি সচিব জানান, আগামী ১৬ নভেম্বর প্রবাসীদের ভোটের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ উদ্বোধন করা হবে।তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে পর্যালোচনা চলছে এবং এ বিষয়ে এই সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গণভোট আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, বলেও জানান তিনি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে