ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

নির্বাচন কমিশনের নতুন প্রতীকে বিতর্ক

২০২৫ অক্টোবর ৩০ ১৮:২৫:০৯
নির্বাচন কমিশনের নতুন প্রতীকে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার দাবি, “পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলা না দিয়ে কলি নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক মনোভাবের বহিঃপ্রকাশ। এটি মূলত এনসিপিকে ‘বাচ্চা’ বা অনুজ দল হিসেবে দেখানোর একটি অপচেষ্টা।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন বলেন,

“যদি শাপলার কলি দেওয়া যায়, তাহলে ফুটন্ত শাপলাও দেওয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আবারও প্রশ্নবিদ্ধ হলো।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন বড় রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করে প্রতারণা করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা তৈরি করছে।

উল্লেখ্য, একই দিন নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করেছে।ইসি সূত্রে জানা যায়, নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করেই এই নতুন প্রতীক সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে