ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

খালেদ মহিউদ্দিনকে কঠিন জবাব দিলেন ইনকিলাবের ওসমান হাদি

২০২৫ অক্টোবর ২৮ ০৯:৩৮:০৭
খালেদ মহিউদ্দিনকে কঠিন জবাব দিলেন ইনকিলাবের ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক: শরীক ওসমান হাদী খালেদ মুহিউদ্দিনের সম্প্রতি বাংলাদেশে আগমন এবং তার বিভিন্ন বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলছেন। তিনি খালেদ মুহিউদ্দিনের জুলাই গণঅভ্যুত্থানের পর জার্মানি থেকে বাংলাদেশে না এসে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন।

শরীফ ওসমান হাদী উল্লেখ করেছেন যে খালেদ মুহিউদ্দিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাপকালে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি খালেদ মুহিউদ্দিনের 'বডি ল্যাঙ্গুয়েজ' এবং জুলাই শহীদদের রক্ত নিয়ে করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন যে, খালেদ মুহিউদ্দিনের ছাত্রনেতা সাদ্দামের সাক্ষাৎকার গ্রহণকে তিনি 'বেআইনি' এবং 'জনগণের ইচ্ছার বিরুদ্ধে' বলে মনে করেন। তার প্রশ্ন, খালেদ মুহিউদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার বা আহতদের সাক্ষাৎকার না নিয়ে সাদ্দামের সাক্ষাৎকার নিতে আগ্রহী কেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য জেলে যেতেও কেন তিনি প্রস্তুত।

শরীফ ওসমান হাদী খালেদ মুহিউদ্দিনকে জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও বিপ্লবীদের রক্ত নিয়ে উপহাস করার অভিযোগ করেন। তিনি বলেন, খালেদ মুহিউদ্দিন 'ট্রমা' নিয়ে কথা বললেও বাংলাদেশের ভুক্তভোগীদের ক্ষেত্রে তা প্রয়োগ করেননি।

এছাড়াও, তিনি খালেদ মুহিউদ্দিনকে "সাদ্দামের চোখে" জুলাই গণঅভ্যুত্থান দেখার জন্য অভিযুক্ত করেন। তিনি বিস্ময় প্রকাশ করেন যে, ডয়চে ভেলের মতো প্ল্যাটফর্ম ছেড়ে খালেদ মুহিউদ্দিন এমন বিষয়ে কেন কাজ করছেন, যেখানে তার কর্মকাণ্ড "অজ্ঞ" বা "ছোট মনের" মানুষের মতো দেখাচ্ছে।

শরীফ ওসমান হাদী জোর দিয়ে বলেন যে, জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি শহীদ এবং ৩০-৪০ হাজার গুরুতর আহত মানুষ ছিল, যার মধ্যে অন্ধ ও পঙ্গুও রয়েছে। তিনি প্রশ্ন করেন, খালেদ মুহিউদ্দিন কেন তাদের বা তাদের পরিবারের কোনো সাক্ষাৎকার নেননি।

পরিশেষে, তিনি খালেদ মুহিউদ্দিনকে শেখ হাসিনাকে 'খুনি' বলতে দ্বিধা করার জন্য সমালোচনা করেন, যদিও তিনি তাকে খুনি মনে করেন। একইসাথে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে 'অবৈধ' দাবি করে তিনি প্রশ্ন তোলেন, কেন খালেদ মুহিউদ্দিন এই সরকারের প্রধানকে 'প্রধানমন্ত্রী' হিসেবে সম্বোধন করে বারবার সাক্ষাৎকার দিতে চাইছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে