ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

হঠাৎ পদত্যাগের কারণ জানালেন ববির রেজিস্ট্রার

২০২৫ অক্টোবর ২৮ ০৯:৩৩:১৩
হঠাৎ পদত্যাগের কারণ জানালেন ববির রেজিস্ট্রার

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়ে অধ্যাপক মুহসিন উদ্দীন বলেন,“আমি যখন এ পদে যোগ দিই, তখনই শর্ত ছিল ছয় মাসের বেশি দায়িত্ব পালন করব না। মেয়াদ শেষ হতে এখনো ২০–২৫ দিন বাকি ছিল। এরই মধ্যে ইউজিসির ‘স্পিন্ডেল’ প্রকল্পের একটি টিম বাজেট অ্যাসেসমেন্টের জন্য আসে। কিন্তু তারা অ্যাসেসমেন্টের পাশাপাশি কিছু ভিন্ন ধরনের পর্যবেক্ষণ উপস্থাপন করে।”

তিনি আরও বলেন,“ওই পর্যবেক্ষণগুলোর মধ্যে তিন-চারটি মন্তব্য সরাসরি আমার ব্যক্তিগত বিষয়ে ছিল। যেমন—একজন অধ্যাপক কেন রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন, কেন আমি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সভায় উপস্থিত থাকি, বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করি, কিংবা ক্যাম্পাসে অবস্থান করি না—এসব বিষয়ে প্রশ্ন তোলা হয়। আমি এগুলোকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও অপমানজনক মনে করেছি। সেই কারণেই স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়িয়েছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন,“রেজিস্ট্রারের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা শুনেছি, তবে এখনো তা আমার হাতে পৌঁছেনি।”

উল্লেখ্য, চলতি বছরের ২১ মে অধ্যাপক ড. মুহসিন উদ্দীন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছিলেন। ছয় মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে