ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Sharenews24

নবীজির (সা.) প্রিয় মাছের হাদিস জেনে নিন

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৬:৫৫:১৯
নবীজির (সা.) প্রিয় মাছের হাদিস জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: মাছ খাওয়া বাঙালির ঐতিহ্যের অংশ হলেও অনেকেই জানেন না, মরুর দেশে জন্ম নেওয়া আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-ও মাছ খেতেন এবং তা পছন্দ করতেন। হাদিস ও সাহাবিদের জীবনীতে এর বহু প্রমাণ পাওয়া যায়। তবে এক বিশেষ মাছের কথা সবচেয়ে বেশি আলোচিত—এর নাম "আম্বার মাছ"।

ইসলামের অন্যতম নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহিহ বোখারি-তে এসেছে, একবার জাইশুল খাবাত নামক অভিযানে অংশ নিয়েছিলেন প্রায় তিনশত সাহাবি। ক্ষুধায় কাতর এই সাহাবিদের জন্য সমুদ্র উপহার দেয় এক বিশাল আকৃতির মৃত মাছ। তারা একে ডাকতেন ‘আম্বার মাছ’ নামে।

এই মাছ এতটাই বড় ছিল যে:১৩ জন সাহাবি এর চোখের কোটরে বসতে পেরেছিলেন!একটি পাঁজরের হাড়ের নিচ দিয়ে উট হাওদাসহ পার হয়ে গিয়েছিল!

তারা অর্ধ মাস এই মাছ খেয়ে বেঁচে ছিলেন এবং মদিনায় ফিরে গিয়ে মাছটির অংশ নবীজিকে (সা.) উপহার দিলে, তিনি তা খেয়েছিলেন ও বলেন, "এটি আল্লাহর দেওয়া রিজিক।"

হাদিসে আরও এসেছে, নবীজি (সা.) বলেছেন—আমাদের জন্য দুই ধরনের মৃত প্রাণী হালাল করা হয়েছে—মাছ ও টিড্ডি।”(সূত্র: আবদুল্লাহ ইবনে উমর রা.)

এই হাদিসে মাছ খাওয়ার বৈধতা ও নবীজির পছন্দ স্পষ্ট হয়।

‘আম্বার মাছ’ বলতে অনেকেই বোঝেন বড় আকারের একধরনের দাঁতওয়ালা সামুদ্রিক মাছ, যা আজকের পরিভাষায় তিমি (sperm whale) বা বড় ধরনের ambergris-producing মাছ হতে পারে। এর শরীর থেকে সুগন্ধি উপাদানও পাওয়া যেত—এ কারণেই নাম ‘আম্বার’।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে