ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৫:৪৫:০৭
খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয় মজলিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

মামুনুল হক বলেন, “জুলাই সনদকে কাগুজে ও অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যে কোনো মূল্যে এটি বাস্তবায়ন করতে হবে।”

লিখিত বক্তব্যে মামুনুল হক যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন, তা হলো—

১) জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন,

২) জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,

৩) আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,

৪) ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা,

৫) জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (PR system) বাস্তবায়ন।

শাপলা গণহত্যার প্রসঙ্গ

মামুনুল হক অভিযোগ করেন, আগে প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার উল্লেখ না থাকায় ঐতিহাসিক দায় বহন করতে হবে ড. ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার উভয়কেই। তিনি বলেন, “জুলাই সনদকে শুধুমাত্র আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। অতীত অভিজ্ঞতা বলছে, ক্ষমতায় গেলে অনেকেই প্রতিশ্রুতি ভুলে যান।”

অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করার আহ্বান

তিনি দাবি করেন, সনদ বাস্তবায়নে অধ্যাদেশ, রাষ্ট্রপতির ঘোষণাসহ দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

নির্বাচনী কাঠামোর ওপর জোর

নির্বাচনী কাঠামো নিয়ে তিনি বলেন, “লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচনকালীন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে—এটি নিশ্চিত করতে হবে।”

জুলাই গণহত্যার বিচার দাবি

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত হত্যাকাণ্ডের নেপথ্য কারিগর, পরিকল্পনাকারী ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এ বিচারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে—এটিই জাতীয় ঐক্যের জন্য জরুরি।”

আন্দোলনের হুঁশিয়ারি ও কর্মসূচি ঘোষণা

মামুনুল হক বলেন, “এই পাঁচ দফা আমাদের কোনো রাজনৈতিক স্বার্থ নয়, এটি জাতির অস্তিত্ব রক্ষার দাবি।” তিনি হুঁশিয়ারি দেন, যদি সরকার অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের ঘোষণা না দেয়, তাহলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

তিনি জানান, ১৮ সেপ্টেম্বর বাদ আসর, বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে