ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রবি-স্টারলিংক চুক্তি: প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে স্যাটেলাইট ইন্টারনেট

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১৫:৩১:১৩
রবি-স্টারলিংক চুক্তি: প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে স্যাটেলাইট ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক-এর সঙ্গে চুক্তি করেছে রবি আজিয়াটা। এর মাধ্যমে রবি বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের অনুমোদিত এন্টারপ্রাইজ রিসেলার হওয়ার স্বীকৃতি পেল।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় রবি স্টারলিংকের লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি—দুটি সেবাই গ্রাহকদের দিতে পারবে। এ সেবা স্থির সংযোগের পাশাপাশি চলমান বা পোর্টেবল ব্যবহারের জন্যও কার্যকর।

চুক্তির ফলে ভিডিও কনফারেন্সিং, ই-লার্নিং, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল কমার্সসহ নানা গুরুত্বপূর্ণ ডিজিটাল কার্যক্রমে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ গ্রামীণ ও শহুরে এলাকার মধ্যে বিদ্যমান ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

রবি জানিয়েছে, তারা তাদের এন্টারপ্রাইজ সেলস চ্যানেল ও অনুমোদিত খুচরা বিক্রেতাদের মাধ্যমে স্টারলিংকের সেবা বাজারজাত করবে। পাশাপাশি, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কমিউনিটি-শেয়ারিং ওয়াই-ফাই সমাধান চালুর পরিকল্পনাও রয়েছে, যাতে কম খরচে উচ্চগতির ইন্টারনেট পাওয়া যায়।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ বলেন, "এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিকে এক ধাপ এগিয়ে নেবে। প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছানোর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে নতুন দিগন্ত খুলে যাবে।"

রবি আরও জানিয়েছে, এ চুক্তির ফলে এমন এলাকায় নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে যেখানে প্রচলিত নেটওয়ার্ক কাঠামো সীমিত বা একেবারেই অনুপস্থিত। বিশেষভাবে সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠী এ উদ্যোগ থেকে উপকৃত হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে