ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

জমজ কন্যা সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা-বাবা আটক

২০২৫ জুলাই ০৮ ১৬:৫২:১০
জমজ কন্যা সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা-বাবা আটক

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ মাসের জমজ দুই কন্যা সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যা করার অভিযোগে দুই শিশুর মা-বাবাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবন্দি এলাকার একটি পুকুর থেকে জমজ শিশু দুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মা শান্তা বেগমের অভিযোগ, তার দিনমজুর স্বামী সোহাগ শেখ ঘর থেকে জমজ দুই শিশুকে নিয়ে ঘরের পাশের ডোবায় ফেলে দেন। তবে বাবার পাল্টা অভিযোগ, দুই শিশুর মা শান্তা পানিতে ফেলে জমজ দুই কন্যা সন্তানকে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুই আগে বিবন্দী গ্রামের দিন মুজুর সোহাগ শেখ (২৮) বিয়ে করেন। সাত মাস তাদের জমজ দুই কন্যা সন্তান হয়। এরপর থেকে তাদের পারিবারিক কলহ লেগে থাকত। তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকলেও কয়েক দিন আগে স্বামীর বাড়িতে যান। সোমবার রাতে সোহাগের ঘরে হট্টোগোল শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে শিশুদের ডোবায় ফেলে দেওয়ার খবর পান। এরপর স্থানীয় লোকজন ডোবায় নেমে জমজ শিশু দুটি উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুদের চাচা সাকিব শেখ বলেন, রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে এলে শিশুদের মা জানায়, তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। কিন্তু সেসময় সোহাগ শেখকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় অবস্থায় শিশু দুইটি পড়ে আছে। তাৎক্ষণিক তাদের উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর বলেন, দুই শিশুরই পেট ভর্তি পানি ছিল। পানি থেকে তোলার আগেই হয়ত তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান বলেন, স্থানীয়ভাবে পানিতে চুবিয়ে হত্যারও অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে