ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

২০টি ইস্যুতে সিদ্ধান্তই আসছে না: আলী রীয়াজ

২০২৫ জুলাই ০৩ ১২:৩৩:৪৭
২০টি ইস্যুতে সিদ্ধান্তই আসছে না: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের নবম দিনের আলোচনার শুরুতে তিনি এ মন্তব্য করেন।

আজকের আলোচনায় আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে:

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ

জরুরি অবস্থা ঘোষণার বিধান

আলী রীয়াজ বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।” তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে বলেন, যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে দলগুলোর মধ্যে স্বতন্ত্রভাবে আলোচনা চালিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি-সহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে