ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

২০২৫ জুলাই ০৩ ১১:০৭:০৮
রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেল আমদানিতে জালিয়াতি ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করতে সারাদেশের সব সার্কেল অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাসের সই করা এক অফিস আদেশে উল্লেখ করা হয়, কিছু অসাধু আমদানিকারক এসকেডি/সিকেডি পদ্ধতিতে আমদানিকৃত মোটরসাইকেলকে জাল কাগজপত্র ব্যবহার করে সম্পূর্ণ ইউনিট (CBU) হিসেবে দেখিয়ে রেজিস্ট্রেশনের চেষ্টা করছে।

এছাড়া ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলকে কম সিসি দেখিয়ে কাস্টমস ক্লিয়ারেন্স নেওয়ার ঘটনাও ধরা পড়েছে।

এ ধরনের অনিয়ম রোধে ৩১ জুলাইয়ের পর থেকে শুধুমাত্র অনুমোদিত চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন দেওয়ার নির্দেশ দিয়েছে বিআরটিএ।

এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে