ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

অর্থ সংকটে জিকিউ বলপেন কারখানার সংস্কার কাজ স্থবির

২০২৫ জুলাই ০৩ ০৬:৩৯:৫৯
অর্থ সংকটে জিকিউ বলপেন কারখানার সংস্কার কাজ স্থবির

নিজস্ব প্রতিবেদক: ‘ইকোনো বলপেন’ ব্র্যান্ডের জন্য পরিচিত শেয়ারবাজারে তালিকাভুক্ত জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ তাদের কারখানার সংস্কার কার্যক্রমে বড় ধরনের বিলম্বের কথা জানিয়েছে। কোম্পানিটি বলেছে, রাজনৈতিক উত্তেজনা, অর্থায়ন জটিলতা এবং আমদানিতে বাধা—এই তিন প্রধান কারণে প্রকল্পটি স্থবির হয়ে পড়েছে।

সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত এক চিঠির জবাবে কোম্পানিটি প্রকল্পের অগ্রগতির বর্তমান অবস্থা তুলে ধরে। তারা জানায়, এপ্রিল ২০২৪ সালে ঘোষিত কারখানা আধুনিকায়ন পরিকল্পনায় প্রায় ৯ কোটি টাকার একটি বিএমআরই (ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপ্যানশন) প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল—প্রযুক্তি উন্নয়ন এবং লোকসান কমিয়ে লাভজনক উৎপাদনে ফেরা।

তবে পরিকল্পনা অনুযায়ী ব্যাংক ঋণ না পাওয়ার পাশাপাশি ভারত থেকে যন্ত্রপাতি আমদানির ওপর নির্ভরতা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্ট থেকে ভারত-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

জি কিউ বলপেনের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্ল্যান্ট ম্যানেজার একাধিকবার ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টা করলেও হাইকমিশনের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে প্রকল্প সংশ্লিষ্ট যন্ত্রপাতি যাচাই, আলোচনা এবং আমদানি সম্ভব হয়নি। বিকল্প দেশ হিসেবে জার্মানি বা চীন থেকে যন্ত্রপাতি আনার বিষয়টি খতিয়ে দেখা হলেও উচ্চ ব্যয়বহুল হওয়ায় তা পরিত্যক্ত হয়েছে।

এই প্রতিকূল পরিস্থিতিতেও কোম্পানিটি কিছুটা সীমিত উৎপাদন বজায় রেখেছে সাংগঠনিক ও চুক্তিভিত্তিক অর্ডারের ভিত্তিতে। উল্লেখ্য, গত দশকে কোম্পানিটির বিক্রি প্রায় ৯০ শতাংশ কমে গেছে—২০১৩ সালে যেখানে আয় ছিল ৩০ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে তা এসে দাঁড়ায় মাত্র ৫ কোটি টাকায়।

এদিকে বলপেন বাজারে ম্যাটাডোরের মতো প্রতিযোগীরা শক্ত অবস্থান তৈরি করায় জি কিউ বলপেন বর্তমানে বাজারের প্রান্তিক খেলোয়াড়। তারপরও রাজনৈতিক পট পরিবর্তনের পর কোম্পানিটির কর্তৃপক্ষ আশা করছে, ধীরে ধীরে কোম্পানিটি ঘুরে দাঁড়াবে। উল্লেখ্য, কোম্পানিটির প্রতিষ্ঠাতা কাজী সালিমুল হক কামাল (কাজী কামাল) ১৯৯৪-১৯৯৬ এবং ২০০১-২০০৬ সময়ে মাগুরা-১ থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে