ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে শ্বশুরবাড়ির পাঞ্জাবি পরতে পারছেন না সারজিস

২০২৫ জুলাই ০২ ১১:০৭:৪৮
যে কারণে শ্বশুরবাড়ির পাঞ্জাবি পরতে পারছেন না সারজিস

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিবিদ সারজিস তার ব্যক্তিগত পোশাক নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। তিনি জানিয়েছেন, শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে পাওয়া পাঞ্জাবিগুলো পরা তার জন্য এক ধরনের ‘উভয় সংকট’ তৈরি করেছে।

এক সাক্ষাৎকারে সারজিস বলেন, “দুই ঈদে তারা আমাকে বেশ কিছু ভালো মানের পাঞ্জাবি উপহার দিয়েছে। আমি একদিন পড়েছিলাম, সাথে সাথে ছবি ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় প্রশ্ন—এটা কোথা থেকে কেনা হয়েছে? দাম কত?”

তিনি আরও বলেন, “একদিকে পরিবারের মন রক্ষার দায়, অন্যদিকে জনমানসে নেতিবাচক ধারণা—এই দুইয়ের মাঝখানে পড়ে আমি বিপাকে।”

সারজিস অভিযোগ করেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনযাপন নিয়ে জনমনে অতিরিক্ত আগ্রহ এবং সন্দেহ কাজ করে। “আমরা রাজনীতিবিদদের বলির পাঁঠা বানাই, কিন্তু তাদের ত্যাগ, পরিশ্রম, কষ্ট—সেগুলো কেউ দেখে না,” বলেন তিনি।

সারজিস জানান, গণঅভ্যুত্থানের আগে তার জীবনযাপন ছিল অনেক বেশি স্বাধীন। “আগে রাত ১০টায় ঘুমাতাম, ভোর ৪টায় উঠতাম। এখন ভোরে ঘুমাতে যাই, সকাল ৭-৮টার দিকে উঠি।”

তিনি বলেন, বিবাহিত জীবনে এবং রাজনীতির ভারে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। “নিজের জীবনের রুটিনও এখন মানুষ ও সমাজের প্রত্যাশা অনুযায়ী ঠিক করতে হয়।”

নির্বাচনের খরচ নিয়ে তিনি বলেন, “আমি একা রাজনীতি করি না। এলাকাভিত্তিক সবাই মিলে ব্যয় ভাগ করে নিই। তবে স্বীকার করছি, কোটি টাকার খরচের কালচার আমাদের রাজনীতিতে প্রবেশ করেছে।”

তিনি দাবি করেন, “আমার ক্ষেত্রে, বিগত দশ মাসে বড়জোর একবার চার-পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। পারিবারিকভাবে সেটা ম্যানেজ করা গেছে। কিন্তু কোটি টাকার কালচার মেনে নেওয়া যায় না।”

সারজিস আরও বলেন, “ভোটের আগের রাতে টাকা বিলিয়ে ভোট কেনার সংস্কৃতি থাকলে যোগ্যতা দিয়ে ভোট চাওয়ার সংস্কৃতি কখনো আসবে না। এই পরিবর্তন জনগণকেও আনতে হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে