ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লাফার্জকে আরও ১০ বছর গ্যাস দেবে জালালাবাদ গ্যাস

২০২৫ জুন ২৪ ২৩:২০:০৮
লাফার্জকে আরও ১০ বছর গ্যাস দেবে জালালাবাদ গ্যাস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিকে আগামী ১০ বছর গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

আগের চুক্তির ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৪ জুন) প্রতিষ্ঠান দুটির মধ্যে নতুন গ্যাস সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় জালালাবাদ গ্যাস লাফার্জ হোলসিম-কে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে।

ঢাকার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: সাইফুল ইসলাম, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড ও স্পেনের রাষ্ট্রদূতগণ, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা ফাওজুল কবির খান চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাংলাদেশের জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক মূল্য নির্ধারণের ওপর জোর দেন। তিনি আরও জানান যে, এই নতুন চুক্তিতে মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে বার্কের (বার্ক) অধীনে আনা হয়েছে, যার ফলে মূল্য হ্রাস-বৃদ্ধি বার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।

ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে তেল-গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, যুদ্ধের স্থায়িত্বের উপর নির্ভর করে স্বল্প সময়ের মধ্যে দাম বাড়ানো হবে না। তিনি উল্লেখ করেন যে, সরকারের কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে তেল-গ্যাস সংগ্রহের ব্যবস্থা রয়েছে এবং মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে গ্যাস সংগ্রহ করা হয়।

বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈশ্বিক এফডিআই কমে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশে বিদ্যমান কোম্পানিগুলো থেকে নতুন বিনিয়োগ আকর্ষণের গুরুত্ব তুলে ধরেন।

ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড এবং স্পেনের রাষ্ট্রদূতগণ এই চুক্তিকে স্বাগত জানিয়ে লাফার্জের অবদান এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে তাদের আগ্রহের কথাও জানান।

লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী সকলের সহযোগিতার জন্য অভিনন্দন জানিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে আরও নতুন সুযোগ তৈরি করবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে