ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

সেন্ট্রাল ফার্মার টিকে থাকা নিয়ে শঙ্কা, ডিএসইকে তদন্তের নির্দেশ

২০২৫ জুন ২৩ ০৯:৩২:০৪
সেন্ট্রাল ফার্মার টিকে থাকা নিয়ে শঙ্কা, ডিএসইকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নিরীক্ষক। ২০২৩-২০২৪ অর্থবছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে।

নিরীক্ষা প্রতিষ্ঠানের উদ্বেগের প্রেক্ষিতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিরীক্ষকের মতামতের ভিত্তিতে কোম্পানির সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুল ১৭ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ৫৪(১) এর অধীনে ৩০ কর্মদিবসের মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন সম্পন্ন করে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন বিএসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি যেসব বিষয় খতিয়ে দেখবে, তার মধ্যে অন্যতম হলো- ৩০ জুন, ২০২৩-২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানির ১০৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১০ টাকা লোকসান এবং ২৬ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা ঋণ পরিশোধ করতে না পারা। নিরীক্ষক কোম্পানির ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পরিদর্শন কমিটি এটি পরীক্ষা করবে এবং চলমান পরিস্থিতিতে কোনো ঝুঁকি আছে কিনা তা যাচাই করবে।

এছাড়া, ব্যাংক ব্যালেন্স নিশ্চিতকরণসহ প্রাইম ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্যামলী শাখায় কোম্পানির বর্তমান ও অন্যান্য আমানতও পরীক্ষা করা হবে।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৩৫ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য কমে দাঁড়িয়েছে ৭ টাকা ০৬ পয়সায়।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি এবং এর মোট পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ৮৪৪ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি।

চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের কাছে ৭.৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮৬.১৩ শতাংশ শেয়ার রয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে