ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে ‘গেমচেঞ্জার’ উদ্যোগ এনআরবিসি ব্যাংকের

২০২৫ জুন ২২ ২০:২৯:৪২
রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে ‘গেমচেঞ্জার’ উদ্যোগ এনআরবিসি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এই রেমিট্যান্স সেবা আরও সহজ ও কার্যকর করতে এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে মতবিনিময় করেছে এনআরবিসি ব্যাংক।

আজ রোববার (২২ জুন) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “বিশ্বের নানা দেশে কর্মরত বাংলাদেশিরা কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিচ্ছেন। রেমিট্যান্সপ্রবাহ আরও বাড়াতে হলে আমাদের সেবাকে সহজ ও আধুনিক করতে হবে। এনআরবিসি ব্যাংক সে লক্ষ্যে কাজ করছে।”

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ ও হারুনুর রশীদসহ দেশে কর্মরত একাধিক এক্সচেঞ্জ হাউসের প্রতিনিধি।

ব্যবস্থাপনা পরিচালক ড. তৌহিদুল আলম খান বলেন, “এনআরবিসি ব্যাংক বিস্তৃত শাখা ও উপশাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। এক্সচেঞ্জ হাউসগুলোর সহযোগিতায় রেমিট্যান্স সেবা আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে।”

এক্সচেঞ্জ হাউস প্রতিনিধিরা বলেন, রেমিট্যান্স লেনদেনে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে, ফলে সেবার মানও উন্নত হচ্ছে। তারা রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে ব্যাংকের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে