ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ

২০২৫ জুন ১৬ ১৯:১৯:৫৭
খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ

নিজস্ব প্রতিবেদক: মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজ হন এক তরুণী মডেল। ঘটনার দুই দিন পর অবশেষে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) একটি খাল থেকে শীতল নামে ওই তরুণী মডেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তরুণীর রহস্যজনক এই মৃত্যুতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের। জানা গেছে, শীতল নামে ওই তরুণী মডেল হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তরুণীর দেহ ক্ষতবিক্ষত এবং গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই জানা যাচ্ছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত। গত ১৪ জুন তিনি আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য যান। সেখান থেকে ওই তরুণী তার বোনকে ফোন করে জানান, তার প্রাক্তন প্রেমিক সুনীল জোরপূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এর কিছুক্ষণ পর নেহা আর শীতলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রাতে শীতল বাড়ি না ফেরায়, তিনি ওল্ড ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে পুলিশ খন্দা গ্রামের কাছে একটি খাল থেকে শীতলের মরদেহ উদ্ধার করে।

মডেলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। খুনের পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

গেল সপ্তাহে ভারতে কমল কৌর নামে আরও এক উঠতি মডেল হত্যাকাণ্ডের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। পাঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তার দেহ। পর পর এমন ঘটনা ঘটায়, নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে