ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

তাজউদ্দিনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে সারজিসের নতুন পোস্ট

২০২৫ জুন ০৪ ১০:৪৭:৩২
তাজউদ্দিনের মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে সারজিসের নতুন পোস্ট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশ্ন তুলেছেন—মুক্তিযুদ্ধে সরাসরি নেতৃত্বদানকারী তাজউদ্দিন আহমদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি কীভাবে বাতিল হলো?

বুধবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

সারজিস আলম লেখেন, “মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল—আওয়ামী আমলে যারা নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং যারা ভুয়া সনদে সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদেরকে শনাক্ত করে সনদ বাতিল করা। কিন্তু তা না করে মাঠপর্যায়ে যুদ্ধরত ও নেতৃত্বদানকারীদের তালিকা থেকে বাদ দেওয়া অনাকাঙ্ক্ষিত।”

তিনি দাবি করেন, “মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং বিজয়ের আগপর্যন্ত তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের আগে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও, যুদ্ধ চলাকালীন তিনি সরাসরি অংশ নেননি।”

সারজিস আরও বলেন, “এতসব উপেক্ষা করে যারা রণাঙ্গনে সরাসরি অবদান রেখেছেন, তাদের স্বীকৃতি বাতিল করা অন্যায়। ইতিহাস যেন কখনো ক্ষমতাসীনদের পক্ষ হয়ে না দাঁড়ায়—ইতিহাসকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে