ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএসইসি'র যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মনির হোসেন

২০২৫ জুন ০৩ ১৮:১০:৪১
বিএসইসি'র যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেলেন মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যুগ্মপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। তিনি বিএসইসি'র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব পালন করবেন। বর্তমানে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালকের (উপসচিব) দায়িত্বে রয়েছেন।

গত রোববার (০১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনির হোসেন হাওলাদারকে আগামী ১৮ জুনের মধ্যে তার বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন, তাহলে ১৮ জুন অপরাহ্ণ থেকে তিনি স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে বিবেচিত হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে