ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সরকারের কর ছাড়ের ঘোষণায় তুষারের ব্যঙ্গাত্মক পোস্ট 

২০২৫ জুন ০৩ ১৬:১৭:৫৫
সরকারের কর ছাড়ের ঘোষণায় তুষারের ব্যঙ্গাত্মক পোস্ট 

নিজস্ব প্রতিবেদক: সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘোষণা দিয়েছে— নোবেল পুরস্কারসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১০ ধরনের পুরস্কার পেলে তার উপর কোনো কর দিতে হবে না। একইসঙ্গে, বিদেশি কোনো সরকার থেকে প্রাপ্ত পুরস্কারও করমুক্ত থাকবে— এমন বিধান আনার পরিকল্পনা রয়েছে।

এই ঘোষণা আসার পরই বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রুপ।জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও চিকিৎসক আব্দুন নূর তুষার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে বলেন,"সবাই দলে দলে নোবেল পুরস্কার পাবে আশা করি। কারণ নোবেল এর টাকা করমুক্ত করা হয়েছে। সার্জিকাল যন্ত্রপাতির ওপর কর বেড়েছে।"

তিনি আরও যুক্ত করেন, "টিউমার সরাতে পয়সা বেশি লাগবে— কারণ যন্ত্রপাতির কর দিতে হবে আগের চেয়ে বেশি। নোবেল পেলে কোনো কর দিতে হবে না। আমরা সবাই নোবেল পেতে চাই। আইয়ামে নোবেলিয়াত!"

প্রাসঙ্গিক প্রেক্ষাপট: বাজেটে কী আছে?

নোবেল সহ আন্তর্জাতিক পুরস্কার করমুক্ত।

সার্জিকাল ও চিকিৎসা যন্ত্রপাতির ওপর শুল্ক বা কর বৃদ্ধি।

বিদেশি রাষ্ট্র থেকে প্রাপ্ত সম্মাননা ও অনুদানও করমুক্ত।

তবে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির কর বৃদ্ধির কারণে চিকিৎসার ব্যয় বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এই বৈপরীত্যকে কেন্দ্র করেই তুষারের পোস্ট জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।

নেটিজেনদের কেউ তুষারের ব্যঙ্গ-হাস্যকে যুগোপযোগী প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে বাজেটের গুরুত্বহীন দিক তুলে ধরা বলেও মন্তব্য করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে