ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সেই নাদিরা ইয়াসমিন বিতর্কে নতুন মোড়

২০২৫ জুন ০১ ১৪:১২:৩৮
সেই নাদিরা ইয়াসমিন বিতর্কে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: তালবাহানা, বদলি আর বিতর্ক—নাদিরা ইয়াসমিন ইস্যুতে নতুন মোড়। ধর্ম অবমাননার অভিযোগের পর এবার তাকে বদলি করা হলো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সা’দত সরকারি কলেজে।

শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ রবিবার (১ জুন ২০২৫) সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করার নির্দেশ দেয়। নাদিরা বর্তমানে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত ছিলেন।

উপসচিব মাহবুব আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, "বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে থেকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করা হলো।"

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ৪ জুনের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন বিকেল থেকেই তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। এছাড়াও ‘পিডিএস’ (Postings and Duty System) এর মাধ্যমে যোগদানের সকল প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৫ মে, ধর্ম অবমাননার অভিযোগে তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই বদলির আদেশ কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে টাঙ্গাইলে বদলি করা হয়।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে হেফাজতে ইসলামের দাবিকৃত অভিযোগ—যেখানে বলা হয়, নাদিরা ইয়াসমিন নাকি ইসলামবিরোধী মন্তব্য করেছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ নিয়ে নরসিংদীতে বিক্ষোভ-মিছিল হয় এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা পড়ে।

নাদিরা ইয়াসমিন ইস্যুকে ঘিরে দেশজুড়ে নানা প্রশ্ন উঠেছে। এক শ্রেণি বলছে, ধর্মীয় উস্কানি বা প্রভাবের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় বারবার সংবিধানসম্মত, প্রশাসনিক পদক্ষেপের কথাই বলছে।

এই ঘটনায় শিক্ষকদের একটি অংশ মনে করছে, ধর্মীয় বা রাজনৈতিক চাপে শিক্ষক বদলি বা ওএসডি করার ঘটনা শিক্ষা ব্যবস্থার স্বাধীনতার জন্য হুমকি হতে পারে।

বদলি ও ওএসডির সিদ্ধান্ত বারবার পাল্টানোর ঘটনা ইঙ্গিত দেয় যে, প্রশাসন এখনো চূড়ান্ত অবস্থান নিতে দ্বিধায় রয়েছে। একইসাথে, এটি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপেরও প্রতিফলন।

নাদিরা ইয়াসমিন ইস্যু এখনও শেষ হয়নি—নতুন কর্মস্থলে তিনি কীভাবে দায়িত্ব পালন করবেন, আবার নতুন কোনো অভিযোগ ওঠে কি না—তা সময়ই বলে দেবে। তবে তার এক সপ্তাহের ব্যবধানে দুইবার বদলি দেশের প্রশাসনিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রভাব নিয়ে অনেক প্রশ্ন তৈরি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে