ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিচ্ছিন্ন সেন্ট মার্টিন যা বলছে প্রশাসন

২০২৫ জুন ০১ ১৩:৪২:২২
বিচ্ছিন্ন সেন্ট মার্টিন যা বলছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: টানা ছয়দিন ধরে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপ। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল। ফলে দ্বীপজুড়ে দেখা দিয়েছে চরম খাদ্য ও জ্বালানি সংকট।

উপজেলা প্রশাসনের নির্দেশে ২৫ মে থেকে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এতে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকে দ্বীপে পণ্য সরবরাহ করা হয়, যা এখন পুরোপুরি বন্ধ।

সেন্ট মার্টিনের বাসিন্দারা জানাচ্ছেন, কাঁচা তরকারি, জ্বালানি, ওষুধসহ সকল নিত্যপণ্য ফুরিয়ে এসেছে। বাজারে বেশিরভাগ দোকান বন্ধ। বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে গেছে, কারণ মেঘলা আবহাওয়ায় সোলার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না এবং জেনারেটর চালানোর মতো জ্বালানিও নেই।

দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও গলাচিপা এলাকার মানুষ জলোচ্ছ্বাসের কারণে পানিবন্দি অবস্থায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “ছয় দিন ধরে কোনো পণ্য আসছে না। বিদ্যুৎও নেই। জীবন চলা দুঃসহ হয়ে উঠেছে।”

আরেক বাসিন্দা জসিম উদ্দিন শুভ জানান, “বাজারে কিছুই নেই। বিদ্যুৎ নেই, পানিও সংকট। আমরা অনেক কষ্টে আছি।”

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন জানিয়েছে, আজ (রোববার) বিকেলে একটি সার্ভিস বোট পাঠানো হচ্ছে। এতে এক হাজার মানুষের জন্য খাদ্য সহায়তা রয়েছে। আরও পণ্য সরবরাহের প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, “সার্ভিস বোটে খাদ্যপণ্য পাঠানো হচ্ছে। আজ বিকেলের মধ্যে সেগুলো সেন্ট মার্টিনে পৌঁছাবে। আবহাওয়া অনুকূলে থাকলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে