ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

২০২৫ জুন ০১ ১২:১৪:৫৭
বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলা, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বৃষ্টির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় একটি রাস্তায় চলার পথে বৈশাখী বৃষ্টির ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এর ঠিক আগে তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। অভিযোগ দিয়ে ফেরার সময়ই তিনি হামলার শিকার হন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম জানিয়েছেন, “প্রশাসনিক কারণে ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।”

ঘটনার খবর পেয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান। সংগঠনের মুখ্য সংগঠক শাহ মো. আরাফাত বলেন,“খবর পাওয়ার মাত্র ২০-২৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখন স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে আমাদের ওপরও হামলা হয়। প্রশাসনের কোনো সাড়া তখনো আসেনি।”

তিনি আরও বলেন,“আমরা যখন রাজপথে আন্দোলন করি, তখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। অথচ কেন্দ্রীয় নেতারা এসি গাড়ি ও পুলিশ প্রটেকশন নিয়ে চলাফেরা করেন। এটি শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”

উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানায় ওসি হিসেবে দায়িত্ব নেন। বৈশাখীর ওপর হামলার পর তার ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

এই হামলা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ঘিরে স্থানীয়ভাবে ক্ষোভ দানা বাঁধে এবং ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে