ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জামায়াতের নিবন্ধন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

২০২৫ জুন ০১ ১১:১১:১৪
জামায়াতের নিবন্ধন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের রায় বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। এই রায়ের পর দলটির আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি প্রতিক্রিয়ামূলক স্ট্যাটাস দেন।

রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ! বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।”

তিনি আরও বলেন, “মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।”

২০০৯ সালে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বৈধ নয় দাবি করে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ জন। হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ ২০১৩ সালের ১ আগস্ট রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এবং আপিল করার অনুমতি দেয়।

পরবর্তীতে দলটি নিয়মিত আপিল ও ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতির আবেদন) করে। তবে ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিলকারীর পক্ষে কোনো আইনজীবী না থাকায়, আপিল বিভাগ তা খারিজ করে দেয় (ডিসমিসড ফর ডিফল্ট)। পরে দেরির কারণ দেখিয়ে আবেদন করে পুনরুজ্জীবিত করার অনুমতি পায় জামায়াত।

২০২৩ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ আবেদন গ্রহণ করে। এরপর ৩ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয় এবং ১ জুন ২০২৫ রায়ের দিন ধার্য হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে