ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পতনের ঘেরাটোপ থেকে বেরোচ্ছে শেয়ারবাজার, ভরসা খুঁজছেন বিনিয়োগকারীরা

২০২৫ মে ২৯ ১৫:০৯:০৮
পতনের ঘেরাটোপ থেকে বেরোচ্ছে শেয়ারবাজার, ভরসা খুঁজছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: টানা ছয় কার্যদিবস পতনের পর দেশের শেয়ারবাজারে অবশেষে দেখা মিলেছে আশার আলো। আজ বৃহস্পতিবার (২৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বড় পতন প্রবণতায় শুরু করলেও মাঝপথে বড় উত্থানের ইঙ্গিত দেয়। যদিও সূচকের বড় উত্থান শেষ পর্যন্ত পুরোপুরি ধরে রাখা যায়নি।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১২টার পর বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে এবং সাড়ে ১২টার দিকে সূচক ৪৭ পয়েন্ট বেড়ে যায়। এই সময়টাতে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সক্রিয়তা বাজারে বড় উত্থানের সম্ভাবনা জাগিয়ে তোলে।

তবে শেষ বেলায় আইসিবির বাই প্রেসার কিছুটা কমে গেলে বাজারে কিছুটা মন্দাবস্থা দেখা যায়। এছাড়া, বিনিয়োগকারীদের মধ্যে লাভ তোলার প্রবণতা দেখা দিলে বাজারে সেল প্রেসার বেড়ে যায়। ফলে দিনের শেষে ডিএসইর সূচক ২২.৫১ পয়েন্ট বেড়ে শেষ হয়।

আজ বাজার ঘুরে দাঁড়ানোর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে সরকারের ঘনিষ্ঠ মহলের আলোচনাও। আজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের বৈঠক নির্ধারিত রয়েছে। বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনার খবরে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থার সঞ্চার হয়। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের প্রভাবও বাজার উত্থানে ইতিবাচক ভূমিকা রেখেছে।

তবে আজকের বাজারের একটি ব্যতিক্রম দিক ছিল লেনদেনের পরিমাণ। বড় উত্থান প্রত্যাশার দিনেও ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ১৮ কোটি টাকা কমে গেছে। অন্যদিকে, চট্টগ্রামের শেয়ারবাজারের লেনদেন নেমে এসেছে আগের দিনের অর্ধেকে।

বিশ্লেষকদের মতে, পতনকালে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দেন আতঙ্কে। তবে বাজার ঘুরে দাঁড়ালে তারা অপেক্ষা করতে থাকেন আরও বেশি লাভের আশায়, ফলে বিক্রির চাপ কমে যায়।

সবমিলিয়ে বাজারে আজ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। তবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বাজারসংশ্লিষ্ট সব পক্ষের আরও কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে