ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

২০২৫ মে ২৬ ২২:৪৩:৩১
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৬ মে) রাতে সচিবালয় নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব আব্দুল্লাহ আল জাবেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, মঙ্গলবার (২৭ মে) অনিবার্য কারণে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও এর পেছনে সাম্প্রতিক সরকারি কর্মচারী আন্দোলনের প্রেক্ষাপট রয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২২ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ ও মিছিল শুরু করেন।

এই ধারাবাহিকতায় রবিবার সরকার নতুন করে অধ্যাদেশ জারি করে, যার প্রতিবাদে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয় এলাকায় কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনের মধ্যেই মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে