ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

বিক্রির চাপ অব্যাহত ‘এ’ ক্যাটাগরির শেয়ারে

২০২৫ মে ২৬ ১৯:৪৬:২৬
বিক্রির চাপ অব্যাহত ‘এ’ ক্যাটাগরির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক: আগের কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিক্রির চাপ অব্যাহত ছিল। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৮টির দর কমেছে। দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল ‘এ’ ক্যাটাগরির বলে স্টকনাও সূত্রে জানা গেছে।

দরপতনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৩ শতাংশ কমে দাঁড়ায় ৪৬ টাকা ৮০ পয়সায়।

এরপর ছিল এনআরবি ব্যাংক। এদিন এর শেয়ার দর ৮০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ টাকায়।

রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৬.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ টাকায়।

এছাড়া, এসইএমএল লেকচার ফান্ডের ৭০ পয়সা বা ৫.৭৯ শতাংশ এবং ইউসিবির ৫০ পয়সা ৪.৭৯ শতাংশ দর কমেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে