ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূচক পতনের দিনেও নজর কেড়েছে 'বি' ক্যাটাগরির ৫ শেয়ারে

২০২৫ মে ২৬ ১৯:৩৩:৩৪
সূচক পতনের দিনেও নজর কেড়েছে 'বি' ক্যাটাগরির ৫ শেয়ারে

নিজস্ব প্রতিবেদক: টানা চার কার্যদিবসের মতো আজও (২৬ মে) শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে পতনে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, আর কমেছে ১৬৮টির।

তবে সূচক পতনের দিনেও বাজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘বি’ ক্যাটাগরির শেয়ার। ডিএসইর শীর্ষ ১০ দরবৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল এই শ্রেণির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

দরবৃদ্ধিতে সবার শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস। কোম্পানিটির শেয়ার ১০ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সায়। লেনদেনের এক পর্যায়ে এটি বিক্রেতাশূন্য হয়ে পড়ে।

এরপর ছিল নাহি অ্যালুমিনিয়াম, যার শেয়ার ৯.৫২ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়ায় ২০ টাকা ৭০ পয়সায়। এটিও হল্টেড হয় বিক্রেতা সংকটে।

তৃতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি পায় বিডি বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির শেয়ার ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সায়।

এছাড়া এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার ১ টাকা ৩০ পয়সা (৬.০৫ শতাংশ) এবং দেশবন্ধু পলিমারের ৯০ পয়সা (৫.৫৬ শতাংশ) বেড়েছে।

সূচক পতনের দিনেও এই শেয়ারগুলোর এমন উত্থান বাজারে নির্দিষ্ট কিছু শ্রেণির বিনিয়োগকারীর আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে